হল ঘরটা বিশাল। এখানেই পার্টির আয়োজন করা হয়েছে। প্রায় শ তিনেক অতিখির বসার বন্দোবস্ত আছে। এ ছাড়া আছে বিশাল লন, বাগান, সুইমিং পুল। সে সব স্থানেও চেয়ার ফেলা হয়েছে। তবে মুল অনুষ্ঠান হবে হল ঘরে। সুন্দর করে মঞ্চ সাজানো হয়েছে। বিজনেস উপলক্ষে এ বাড়িতে প্রায়ই পার্টি হয়। মেজাজ বুঝে অতিথি নিমন্ত্রণ হয়, মেনুও ঠিক হয়। ঠাকুরমার বাধা প্রতিষ্ঠান আছে। তারাই সব আয়োজন করে। এসব আয়োজনে পরিবারের সদস্যদের তিনি জড়ান না। তার পরিবারে কেউ ড্রিংক করে না। তবে কাবার্ডে অতিথিদের জন্য নানান ধরণের ড্রিংকসের ব্যবস্থা আছে। এবারের পার্টিটা বিজনেস পার্টি নয়। একান্তই পারিবারিক। তাই পরিবারের সদস্যদের তিনি জড়ালেন। প্রতিষ্ঠানের কর্মীদেরও জড়ালেন। সকলকেই কাজের দায়িত্ব দিলেন। কম বেশী সবাই হাসি মূখে অংশ গ্রহণ করলো। তবে সবচে বড় দায়িত্ব পড়লো অঞ্জলী আর শুভ্যেন্দুর উপর। কোথাও যেন কোন ফাঁক না থাকে সে দিকে খেয়াল রাখতে বলে দিলেন ঠাকুর মা। সন্ধ্যা থেকে লোকজন আসতে শুরু করেছে। কেক কাটা হবে রাত ঠিক ন'টায়। অমিত তার ঘরে বন্ধুদের নিয়ে আড্ডা মারছে। শহরের সব রাঘব বোয়ালরা আসছেন। শুধু ফুল ছাড়া আর কোন গিফট না আনতে সকলকে অনুরোধ করা হয়েছে। সিদ্ধার্থ বাবু আর রোহিত অতিথিদের অভ্যর্থনা জানাচ্ছেন। মঞ্জূ তার স্ক্রী্প্টে চোখ বুলাচ্ছে। সে অনুষ্ঠানে নাচবে এবং গান গাইবে। সে নিজে একটা গ্রুপের মেম্বার। তারাই সব বাদ্য যন্ত্র টন্ত্র নিয়ে এসেছে। বিকালের আগেই এসব ফিট করা শেষ। শুভ্যেন্দু বসে আছে অঞ্জলীর ঘরে। সে চিন্তিত আর নার্ভাস। সবসময় এক্সপেরিমেন্টাল কাজ করে বলে কাজ শেষ না হওয়া পর্যন্ত তার নাভাসনেস যায় না। অঞ্জলী ঘরে নেই। ঠাকুরমা বিকেল থেকে তার ঘরে। কি করছেন তা বুঝা যাচ্ছে না। গত কয়েকদিন ধরে তিনি তার আইনজীবীদের সাথে ঘন ঘন মিটিং করেছেন। উইল বা এ জাতীয় কিছু ঘোষণা করবেন এরকম গুঞ্জণ আছে। সকলের মাঝেই উচ্ছাস। কেবল মনমরা দেখা গেল পিসীমাকে। অঞ্জলী ছাড়া এটা আর কারো চোখে পড়লো না। সে কোন কারণে পিসীমার ঘরে এসেছিল। সেখানেই পিসীমাকে গুমড়া হয়ে বসে থাকতে দেখল। বেশ রাগ আর ক্ষোভ জমা আছে মনে হল। তার এরকম অগ্নিমুর্তি ভাব দেখে অঞ্জলী শুধোল, পিসীমা তোমার কি শরীর খারাপ?" "না শরীর খারাপ না। তোমাদের এসব অনাসৃষ্টি আমার ভাল লাগেনা। তাই কতক্ষণে এসব বিদেয় হবে সেটাই ভাবছি।"
"আমার তো কোন ভুমিকা নেই পিসি, যা হচ্ছে সব ঠাম্মির ইচ্ছেতেই হচ্ছে।
"সে তো জানি। তবে এ পুতুলটাকে দম দিয়ে চালাচ্ছ তোমরা ক'জন সেটাও জানি। যত সব অনাসৃষ্টি কান্ড।
"সে তুমি যাই বলো পিসিমা, একটা উপলক্ষ ধরে সবাই আনন্দ উল্লাস করছে, মন্দ কি?
"এ সব আনন্দ নয়, অধম্ম। আধানেংটা ছেলে মেয়েরা নাচানাচি ঢলাঢলি করবে, মদ খেয়ে মাতলামী করবে এসব আমার একদম সহ্য হয় না।
"কি আর করবে পিসি, তোমার মাকে বুঝাও।
"তুমিই বুঝাওগে, এসবে তোমার আনন্দই বেশী। পরপুরুষের সাথে ঢলাঢলির সুযোগটা বেশী পাও।
"আপন পুরুষ যে আমার নেই গো পিসি, থাকলে তোমার মত আমি তার সাথেই মস্তি করতাম: পরপুরুষের ধারে কাছেও যেতাম না।"
পিসিমা একদম ফাটা বেলুনের মত চুপসে গেলেন। জোকের মূখে লবন পড়লে যা হয় পিসিমার অবস্থাও তাই হল। অঞ্জলী বেরিয়ে এল ঘর ছেড়ে।
আট টা বাজতে না বাজতেই হল ঘর, লন, বাগানের পাশ, সুইমিং পুলের ধার সব ভরে গেল। ৮:৩০ মিনিটে মঞ্চ থেকে ঘোষণা এল আজকের হোস্ট ম্যাডাম অনিন্দিতা রায় চৌধুরী এবং তার প্রিয় নাতী অমিতাভ রায় চৌধুরী আসছেন। ঘোষণার সাথে সাথে দোতলার বারান্দায় দেখা গেল তাকে। পাশে অমিত। হালকা ক্রিম কালার সোনালী পাড়ের শাড়ী পরেছেন তিনি। খুব সামান্য অলংকার পরেছেন। চুল গুলো খুব সুন্দর ভাবে টেনে পিছনে বাধা। সব কিছুই সাধারণ। কিন্তু তার ব্যাক্তিত্ব, আভিজাত্য আর রুচি মিলিয়ে এক অসাধারণ প্রোফাইল। তার বাম হাতের কনুই ধরে দাড়িয়ে আছে অমিত। আপাদ মস্তক সাহেব। কম্লিট ফরমাল বিজনেস স্যুট। ডীপ ব্লু। আকাশী রংএর শার্ট এর সাথে মেরুন রংএর টাই। নেমে আসছে দুজন। হঠাত দেখা গেল সিড়িটা উধাও। নানান রঙ এর আলোর ঝলকানীর মাঝে ধোয়ার কুন্ডলী। শুধু কোমড় থেকে উপরের অংশ দেখা যাচ্ছে। মনে হচ্ছে ধোয়ার মাঝে শূন্যে ভেসে মঞ্চে এসে দাড়ালেন তারা। মুহুর্তে ধোয়া উধাও। চারদিক থেকে তুমুল করতালি পড়লো। শুভ্যেন্দুর জাদুর এক ঝলক দেখা গেল। মাইক্রোফোন হাতে নিয়ে অতিথিদের স্বাগত জানালেন ঠাকুর মা। কষ্ট করে অংশ গ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানালেন। তার পর কেক কাটার জন্য সকলকে মঞ্চের কাছে ডাকলেন। কেক কাটা হল। প্রথম টুকরো তিনি অমিতের মূখে দিলেন। অমিতও তাই করলো। তার পর সে তার বড় জেঠুকে কেক খাওয়ালো। ঠাকুর মা এবং বড় জেঠু দুজনকেই প্রণাম করলো। মুহুর্মুহু করতালি, ক্যামেরা ফ্লাশ আর ভিডিও করণের মাঝখানে ঠাকুরমা আবার মাইক্রোফোন হাতে নিলেন। এবারে তিনি বেশ গম্ভীর।
"সমবেত অতিথি বৃন্দ। আজকের এ আনন্দের দিনে আমি আমার উপর অর্পিত দায়িত্ব আমার সন্তান ও বংশধরদের উপর ন্যাস্ত করে নিজের অবসর ঘোষনা করছি। অনেক হয়েছে আর নয়। কোম্পানীতে আমার সন্তানরা যে য়েখানে আছেন সেখানেই থাকবেন। নাতীরাও তাই। আমার জায়গায় বড় ছেলে সিদ্ধার্থ শংকর চেয়ারম্যান হবেন এবং মেঝ ছেলে শিব শংকর এমডির দায়িত্ব পালন করবেন। আমার পরিবারের বাইরের দুজন মানুষকে আমি কোম্পানীর ডাইরেক্টর হিসাবে নিযুক্ত করছি। শুভ্যেন্দু মজুমদারকে রায় ইলেক্ট্রনিক্সের ২৫ শতাংশ শেয়ার মালিকানা হস্তান্তর করা হলো। তিনি আজ থেকে এর অন্যতম ডিরেক্টর হিসেবে গণ্য হবেন। মিস অঞ্জলী চক্রবর্তীকে রায় হাউজিঙ এর ২৫ শতাংশ শেয়ার মালিকানা হস্তান্তর করা হলো। তিনিও রায় রিয়েল এস্টেটের একজন ডাইরেক্টর নিযুক্ত হলেন। অমিত ইতোমধ্যে আঠার বছরে পদার্পন করেছে। তাই সে ও আজ থেকে রায় হোল্ডিংস এর একজন ডিরেক্টর নিযুক্ত করা হলো। এম আইটিতে তার পড়া শুনার যাবতীয় খরচ শিক্ষা বৃত্তি হিসাবে রায় ইলেক্ট্রনিকস বহন করবে। পড়া শুনাশেষে সে এর এমডি হিসাবে দায়িত্ব গ্রহণ করবে। আমার সন্তান ও নাতীদের প্রায় সকলেরই আলাদা বাড়ী গাড়ী আছে। শুধু আমার মেয়ে সুহাসিনীর কিছুই নেই। তাকে আমি আমার এই বাড়িটা দলিল করে দান করলাম।" ঠাকুর মা তার কথা শেষ করতে পারেননি চার দিক থেকে তুমুল করতালিতে তার কথা চাপা পড়ে গেল। একটু শান্ত হতেই শেষ বোমাটা ফাটালেন তিনি। "আজকের এ আনন্দের দিনে আমি আরও একটা সুখবর দিতে চাই। আমার দুই প্রিয়ভাজন শুভ্যেন্দ মুখার্জী আর অঞ্জলী চক্রবর্তী পরস্পরকে ভালবাসে। আমি তাদের নিজ নিজ অভিভাবকের সম্মতি সাপেক্ষে তাদের বিয়ের ঘোষণা দিচ্ছি।"
ড্রামে দ্রুত লয়ের বীট বাজতে শুরু করলো। তালি আর ড্রামের আওয়াজের মাঝখানেই "আপনারা এনজয় করুন" বলে অমিতকে সাথে নিয়ে মঞ্চ ত্যাগ করলেন ঠাকুর মা। তার নেমে যাওয়ার মাঝখানেই মঞ্চে দেখা গেল মঞ্জুকে। নাচের পোশাকে। ভারত নাট্যম পরিবেশন করলেন তিনি। তার পর গান গাইল অমিতের বন্ধুরা। সবাই আশা করেছিল অঞ্জলীর পরিবেশনা দেখবে। কিন্তু অঞ্জলীকে কোথাও দেখা গেল না। তবে শুভ্যেন্দু একটা রবীন্দ্র সংগীত গাইল "এ মনিহার আমায় নাহি সাজে......।" ঠাকুরমা বেশ কিছুক্ষণ পরিবেশনা দেখলেন। তারপর অনুষ্ঠানের মেজাজ ক্ষুন্ন না করে নিজের ঘরে চলে গেলেন। তার চেয়ারে এসে বসলেন পিসিমা। বলা বাহুল্য এ বাড়িতে সীন ক্রিয়েট করার নজির নেই। কার কি অভিব্যক্তি তা বুঝা গেল না। অমিত কাঠের মুর্তির মত বসে রইল। তার ভিতরে উথাল পাতাল ঢেউ। তবে মুখ দেখে বুঝার উপায় রইল না। পরিবেশনার প্রায় শেষ দিকে পিসীমা অমিতের পিঠে হাত রাখলেন। শান্তনার হাত, মমতার হাত, নির্ভরতার হাত। তার বুকের মাঝে মূখ লুকালো অমিত। কেউ দেখল না পিসিমার শাড়ীর আচল ব্লাউজ ভেদ করে অমিতের অশ্রু ধারা গড়িয়ে গেল তার বুক বেয়ে আরও গহীনে। যেখানে শুধু একজন মা বসবাস করে।
পার্টি চললো রাত দুটো পর্যন্ত। পিসীমা অমিতকে নিয়ে ঘরে চলে এলেন এগারটা নাগাদ। কিচেন থেকে খাবার এনে যত্ন করে নিজের হাতে খাওয়ালেন। অমিতের ভিতরে থমকে ছিল একটা শিশু মন। যে শিশু কোন দিন বড় হয় না। পিসিমার মাঝেও ঘুমিয়ে ছিল এক বুভুক্ষু মাতৃত্ব। অনেক অনেক দিন পর মা আর সন্তানের মিলন যেন এক অপার্থিব পরিবেশের সৃষ্টি করলো। থেকে থেকে অমিতের চোখ বেয়ে অশ্রু ধারা নেমে আসছে। সে মেনে নিতে পারছে না তার ঠাকুর মা তাকে বঞ্চিত করে শুভ্যেন্দুর সাথে অঞ্জলীর বিয়ে ঘোষণা করবেন। মেনে নিতে পারে না অঞ্জলী শুভ্যেন্দুকে ভালবাসে। থেকে থেকে মাথা নাড়ছিল অমিত। পিসিমার আদরে স্নেহে তার বুকের ভিতরে জমাট কষ্ট যেন গলে গলে বেরিয়ে আসতে লাগলো। পিসিমা তাকে মূখে তুলে খাওয়াচ্ছেন আর কিছুক্ষণ পর পর আচল দিয়ে তার চোখ মুছিয়ে দিচ্ছেন। কিন্তু মূখে কিছু বলছেন না। অমিতের কষ্টটা টের পেয়েছেন তার মূখ দেখে কিন্তু কিসের কষ্ট সেটা পিসিমা জানেন না। জানেন না বলেই সান্তনা দেবার ভাষা খুজে পাচ্ছেন না। শুধু বললেন, "পুরুষ মানুষতো কাদেঁ না বাবা। তুমি রায় সাম্রাজ্যের ভবিষ্যত কর্ণধার। তোমাকে বীরের মত লড়তে হবে যে কোন পরিস্থিতিতে।" পিসিমা তাকে বুকে জড়িয়ে ধরলেন। অপত্যের ফল্গু ধারা বয়ে গেল দুজনের মাঝে। কোন কাম নেই। কোন লালসা নেই। এটাই তো রক্তের বন্ধন!
অমিত তার ঘরে চলে এল। নীচে পার্টির হৈ চৈ তখনো চলছে। তার হঠাত খেয়াল হলো ঠাকুর মা যখন অঞ্জলী আর শুভ্যেন্দুর বিয়ের ঘোষণা দেন তার পর থেকে অঞ্জলীকে কোথাও দেখা যায় নি। সে মোবাইলে একটা রিং দিল। মোবাইল অফ। কারন টা কি? কেন তার সাথে এমন ছলনা করলো অঞ্জলী? কেন বুকের মাঝে টেনে নিয়ে ভালবাসার এমন অভিনয় করলো? সে তো কখনও অঞ্জলীর দিকে হাত বাড়ায়নি? তাহলে কি অমিতকে ভালবাসে এমন আবহ সৃষ্টি করে ঠাকুরমার কাছ থেকে সম্পত্তি বাগানো? তাই বা কেমন করে হয়? বিয়ের ঘোষণাতো ঠাকুরমা নিজে দিয়েছেন। সারা রাত সে ঘুমাতে পারেনি। সকালে উঠেও কোথাও অঞ্জলীকে দেখতে পেল না। সে কোথায় গেছে কেউ বলতে পারলো না। শুধু ঠাকুরমা আর মঞ্জুর মোবাইলে একই রকম দুটো মেসেজ দেখা গেল। "Don't search for me. Need some rest. মেসেজটা এসেছে অঞ্জলীর মোবাইল থেকে। এই মেসেজটা গোপন রাখতেও অনুরোধ করা হয়েছে। ফলে ঠাকুরমা তার অন্তর্ধানের ব্যাপারে কোনই মন্তব্য করলেন না। মঞ্জুও খোজ করলো না। সবাই ধরে নিল ঠাকুরমা ওকে বিশেষ কোন কাজে কোথাও পাঠিয়েছেন যেমনটি তিনি প্রায়ই করে থাকেন। রায় গ্রুপ তার নিজস্ব গতিতেই চলতে থাকলো। শুধু অমিতের দুটি চোখ অহর্নিশ অঞ্জলীকে খুঁজে বেড়াতে লাগলো। তার যাবার সময় ঘনিয়ে এসেছে। দেশ ছাড়ার আগে একটা বোঝাপড়াতো তাকে করতেই হবে অঞ্জলীর সাথে।
চলবে...
No comments:
Post a Comment